নেত্রকোনা সদরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের পক্ষের সন্ত্রাসীদের হামলায় ছোট ভাই নিহত হয়েছেন। নিহত শহিদ মিয়া উপজেলার রৌহা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাসিন্দা। এ সময় হামলায় নিহতের স্ত্রী, সন্তানসহ চারজন আহত হন। ঘটনার সময় গ্রামবাসী চার সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আজ রবিবার বিকেলে উপজেলার রৌহা ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানাতে পারেনি।
আহতরা হচ্ছেন, নিহতের স্ত্রী সমলা আক্তার (৩৫), মেয়ে কাকলী আক্তার (১৪), ছেলে মো. শাহীন মিয়া (২২) ও ভাগ্নি হারুনা আক্তার (২৫)।
রৌহা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল জানান, বেশ কিছুদিন ধরে দুই ভাই মগলুক হোসেন ও শহীদ মিয়ার মঝে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মগলুক হোসেন নেত্রকোণা শহরের সাতপাইয়ে থাকেন। আজ বিকালে শহর থেকে তিনটি সিএনজি চালিত অটোরিকশা ভর্তি করে ১৮ থেকে ২৫ বছর বয়সের ১০ থেকে ১২ জন সন্ত্রাসী নিয়ে মগলুক হোসেন, তার ছেলে ও শ্যালক বাড়িতে যান। বাড়িতে গিয়েই সন্ত্রাসীরা দা, কিরিচ, রড নিয়ে শহীদ মিয়াসহ তার পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় শহীদ মিয়ার পরিবারের সবাই আহত হন।
তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর পাশাপাশি চার সন্ত্রাসীকে আটক করে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নেওয়ার পথেই শহীদ মিয়া যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, হামলায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।