কিশোরগঞ্জে ট্রেনের ২৪টি আসনের টিকিটসহ সাইফুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল।
আজ মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন রোডের ফলপট্টি বিলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।
র্যাব জানায়, একটি কালোবাজারি চক্র ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে অবৈধভাবে মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছে। তারা যাত্রী সাধারণের কাছে বেশি দামে এসব টিকিট বিক্রি করে থাকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করে র্যাব। তার কাছ থেকে কিশোরগঞ্জ টু ঢাকা এবং কিশোরগঞ্জ টু চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ২৪ টি আসনের অগ্রিম টিকিট উদ্ধার করা হয়।
এর আগে গত ২২ মার্চ রাতে র্যাবের অভিযানে ৬০টি আসনের আগাম টিকিটসহ টিকিট কালোবাজারি মো. সাইফুল ইসলাম এবং মো. মানিক মিয়াকে আটক হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানিয়েছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।