কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোবারক হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নদে নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ চরটেকী এলাকার ব্রহ্মপুত্র নদের মাঝে এ ঘটনা ঘটে। মোবারক হোসেন ওই গ্রামের বকুল ব্যাপারীর ছেলে। তিনি পাকুন্দিয়া সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বাবার ব্যবসার কাজে সহযোগিতা করতে মোবারক হোসেন নৌকাযোগে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার বাঁশিয়া বাজারে বাদাম কিনতে যাচ্ছিলেন। এ সময় নৌকায় আরো চারজন যাত্রী ছিল। নৌকাটি মাঝ নদে পৌঁছলে তীব্র স্রোতের কবলে পড়ে উল্টে যায়। নৌকার অপর চার যাত্রী সাঁতরে নদ পার হলেও মোবারক হোসেন নদে ডুবে যান। খবর পেয়ে এলাকাবাসীসহ তাঁর স্বজনরা নদে নেমে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত একটানা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
দক্ষিণ চরটেকী গ্রামের মো. আল মামুন বলেন, বাবা-মায়ের একমাত্র ছেলে মোবারক হোসেন। নদে ডুবে ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। থানা পুলিশের সদস্যরা তাদের সহযোগিতা করছে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।