1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেলে একদিনে আরও ১৬ জনের প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের রেহানা আক্তার (৩৮), ত্রিশালের রাহেলা বেগম (৬৫) ও জাহেদা (৭০), গৌরীপুরের খোদেজা (৬০), ফুলপুরের আব্দুল হান্নান (৭০) এবং নেত্রকোনা সদরের সালেহা (৬৪)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের দাপুনিয়ার আয়াতুন্নেসা (৯০), ত্রিশালের রফিকুল ইসলাম (৫২) , গফরগাঁওয়ের কেরামত আলী (৭০) ও রোজিনা (৩০), নেত্রকোনার ফজর বানু (৬০), দুর্গাপুরের এপ্রিন (৩৫), শ্যামগঞ্জের কাজিমউদ্দিন (৭০), শেরপুরের নকলার হাজেরা (৬০), জামালপুরের আবু শামা (৭০) এবং লাভলু (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৩২৯ জন, আইসিইউতে ভর্তি আছেন ২১জন।

সোমবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৩০ জন ও আরটিপিসিআর টেস্টে ৬২জনসহ মোট ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ময়মনসিংহ সদরে ৩৩জন, নান্দাইলে ৫জন, ঈশ্বরগঞ্জে ২জন,ফুলপুরে ৫জন, হালুয়াঘাটে ৩জন, ধোবাউড়ায় ৭জন, মুক্তাগাছায় ২৯জন, ফুলবাড়িয়ায় ২ জন, ত্রিশালে ৩জন ও ভালুকায় ১জন ও গফরগাঁওয়ে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৯৪২২ জনের করোনা শনাক্তের পর সুস্থ হয়েছেন ১৪৬৭৯জন। বাকি ৪৭৪৩জন রোগী এখনও জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত মারা গেছেন২৩৬ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি