ময়মনসিংহ মেডিকেলের ডেডিকেটেড করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত এই ১২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা। বাকি ২ জন অন্য জেলার। করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৩ জনসহ মোট ৪৫৯ জন রোগী ভর্তি আছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে আইসিইউতে ১৭ জন চিকিৎসাধীন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ জন।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের হেদায়েত উল্লাহ (৭০), তাহমিনা (৬০), মকবুল (৮২), প্রতিমা রানী (৭২), সুমন মিয়া (৩৫), ফুলবাড়িয়া উপজেলার আবদুল মান্নান (৬৫) ও ভালুকা উপজেলার তারা মিয়া (৫০)।
জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করে ২২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ১৪ শতাংশ। আজ সকাল পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১৭ হাজার ৪৫৪। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯০৭ জন এবং করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ১৯০ জন।