ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার উত্তর রসুলপুর গ্রামের মাঠে এ খুনের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুমন আকন্দ (২৮)। তিনি উত্তর রসুলপুর গ্রামের আবদুল আজিজ আকন্দের ছেলে। পেশায় কৃষক ছিলেন সুমন আকন্দ।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, আজিজ আকন্দের (৭৫) পৈতৃক সম্পত্তি এখনো ভাগ-বাঁটোয়ারা হয়নি। ওই জমি নিয়ে তাঁর পরিবারের সঙ্গে ছোট ভাই মৃত আবদুল হামিদ উদ্দিন আকন্দের পরিবারের বিরোধ চলে আসছে। হামিদের স্ত্রী ও সন্তানেরা ভাড়াটে লোকজন এনে জোর করে জমিজমা দখল করার চেষ্টা করছেন। এর ধারাবাহিকতায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ২০ শতক জমি দখল করতে যান। খবর পেয়ে আজিজ আকন্দের ছেলে সুমন আকন্দ ঘটনাস্থলে যান। তিনি ওই জমি দখলে বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন প্রতিপক্ষের লোকজন তাঁকে জমিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
নিহত ব্যক্তির ভাই আবুল হোসেন আকন্দ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাঁর পরিবারকে কোণঠাসা করে রাখার চেষ্টায় লিপ্ত চাচাতো ভাইয়েরা। জমি দখলের চেষ্টার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে সম্প্রতি ওই মামলা করেন চাচাতো ভাই মাসুদ মিয়া। এতে তিনিসহ (আবুল হোসেন) ৩ ভাই ও আরও ৯ স্বজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। ওই মামলায় তাঁরা সবাই আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন। মামলা দিয়েও জব্দ করতে না পেরে তাঁর ভাই সুমনকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আজ খুন করানো হলো।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রতিপক্ষের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। খুনের ঘটনার পর থেকে তাঁদের এলাকায় দেখা যাচ্ছে না বলে জানান স্থানীয় বাসিন্দারা।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সুমন খুন হয়েছেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। বেলা আড়াইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।