ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ বি এম সাইফুজ্জামান শাহীন (৪৫) করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সাইফুজ্জমান শাহীনের গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী এলাকায়। তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। গত ঈদের কয়েক দিন পর তিনি শরীরে জ্বর অনুভব করেন। এ অবস্থায় গত ২৮ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।
হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, সাইফুজ্জামান সাত দিন এই হাসপাতালে ভর্তি ছিলেন। দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার দরকার ছিল। কিন্তু কোনো আইসিইউ শয্যা খালি পাওয়া যায়নি।
ময়মনসিংহ জেলা নির্বাচন কর্মকর্তা সারোয়ার জাহান বলেন, সাইফুজ্জামান এর আগে সিলেটে কর্মরত ছিলেন। ছয় মাস আগে বদলি হয়ে ময়মনসিংহে যোগদান করেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। লাশ গ্রামের বাড়িতে দাফনের কথা রয়েছে।