1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

কিশোরগঞ্জে করোনায় আরও ৫ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) সকালে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মৃতরা সবাই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে কিশোরগঞ্জ সদরের তিনজন, তাড়াইলে একজন ও পাকুন্দিয়ায় একজন।’

ডা. মুজিবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়েছেন ৩৮ জন। বর্তমানে এ হাসপাতালে ২১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১০ জন আইসিইউতে এবং ১৪ জন এইচডিইউতে চিকিৎসা নিচ্ছেন।

জেলায় গত ২৪ ঘণ্টায় ২৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদরে ৭৪ জন, হোসেনপুরে ২০ জন, করিমগঞ্জে আটজন, তাড়াইলে তিনজন, পাকুন্দিয়ায় তিনজন, কটিয়াদীতে ৩৪ জন, কুলিয়ারচরে ১০ জন, ভৈরবে ১০২ জন, নিকলীতে চারজন, বাজিতপুরে ২৪ জন, ইটনায় একজন ও মিঠামইনে পাঁচজন এবং অষ্টগ্রামে ছয় জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪২৭ জন। ছয় হাজার ৭০০ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১৫৯ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি