ময়মনসিংহে স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং করোনা মহামারি মোকাবিলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। ময়মনসিংহ চেম্বার অব কমার্সের আয়োজনে শনিবার রাতে অনলাইনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া।
এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম। চেম্বারের পক্ষ থেকে ময়মনসিংহের স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি দাবি তুলে ধরা হয়। স্বল্পমেয়াদের দাবিগুলো হলো- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১০ হাজার লিটার অক্সিজেন প্লান্টের সক্ষমতা দ্বিগুণ করা, আইসিইউ শয্যা বৃদ্ধি, পাঁচটি অ্যাম্বুলেন্স বৃদ্ধি এবং করোনা আক্রান্তদের চিকিৎসায় জরুরিভিত্তিতে জনবল নিয়োগ, করোনার টিকা সরবরাহ বৃদ্ধি, ক্যান্সার ইউনিট দ্রুত চালু করা এবং নির্মাণাধীন তারাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ দ্রুত শেষ করা।
দীর্ঘ মেয়াদের দাবিগুলো হলো- দুই হাজার শয্যার হাসপাতাল নির্মাণ, ময়মনসিংহে অক্সিজেন প্লান্ট ও স্টেশন স্থাপন, পৃথক শিশু ও বক্ষব্যাধি হাসপাতাল নির্মাণ, এস কে হাসপাতাল আধুনিক করণ ও ফিজিওথেরাপি বিভাগকে আধুনিক করা।
স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঁচটি অ্যাম্বুলেন্স দেওয়া হবে। দ্রুততম সময়ে অক্সিজেন প্লান্ট ২০ হাজার লিটারে উন্নীত করা হবে। ১০০ শয্যার ক্যান্সার ইউনিট শিগগির চালু হবে। আইসিইউ শয্যা বৃদ্ধি এবং ভ্যাকসিন সরবরাহ বাড়বে।
চেম্বারের সহসভাপতি শংকর সাহার সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবির, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাহ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক প্রমুখ।