ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২১ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১আগষ্ট) সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ২১জনের মধ্যে ৯ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১২ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ৩১২ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ৫জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের মো. আব্দুর রউফ (৬৫), নুরজাহান বেগম (৬৫) ও নাজমা (৭০), মুক্তাগাছার সালমা (৪২) ত্রিশালের সুলতান আহমেদ (৭২), গৌরীপুরের মতিউর (৭০), গাজীপুরের শ্রীপুরের খোদেজা বেগম (৫০), টাংগাইলের ঘাটাইলের মোশারফ হোসেন (৫২) ও মধুপুরের আব্দুল হামিদ (৫৫)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- মময়মনসিংহ সদরের হামিদা (৭০), শিরিন আক্তার (৫৫), মোবারক (৭০) ও নাজমা সুলতানা (৫০), নান্দাইলের আব্দুর জব্বার (৮০), হালুয়াঘাটের জহির (৩৩) ও মোহাম্মদ আলি (৫৯), ত্রিশালের লাভলি (৫৫), মুক্তাগাছার নুরজাহান (৮০) ও মাহফুজুল হক (৬৯), জামালপুর সদরের হাওয়া বেগম (৭০) এবং দেওয়ানগঞ্জের জইনুদ্দীন (৩৩)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৫২৮ জন, আইসিইউতে ভর্তি আছেন ২২জন।
শনিবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় র্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ৩১২ জন। যাদের মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ১৫৩ জন ও আরটিপিসিআর টেস্টে ১৫৯জন রয়েছেন। যাদের মধ্যে ময়মনসিংহ সদরে ২১০জন, নান্দাইলে ১৬জন, ঈশ্বরগঞ্জে ৭জন, গৌরীপুরে ৩জন, ফুলপুরে ৬জন, তারাকান্দায় ৪জন, হালুয়াঘাটে ৮জন, ধোবাউড়ায় ১জন, মুক্তাগাছায় ৫জন, ফুলবাড়িয়ায় ৭ জন, ত্রিশালে ১৭জন ও ভালুকায় ৬জন ও গফরগাঁওয়ে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় মোট ১৫০৫২ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ১৫৪ জন।।