শেরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অভিযানে ১০ টন অবৈধ পলিথিনসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) দুপুরে সদর উপজেলার শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকা থেকে পলিথিন বোঝাই ওই ট্রাকটি জব্দ করে এনএসআই।
জব্দ করা পলিথিনের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। এই ঘটনায় ট্রাকচালক বাবুল মিয়াকেও (৪০) আটক করা হয়। জেলায় এর আগে এত পরিমাণ পলিথিন একসঙ্গে জব্দ হয়নি।
এনএসআই ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার লালবাগ থেকে এক ট্রাক অবৈধ পলিথিন শেরপুরে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় অভিযান চালায় এনএসআই কর্মকর্তারা। ওই সময় প্রথমে ত্রিপলে ঢাকা ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-১৬১২) আটক করেন তারা। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিন ও আসিফ রহমানের উপস্থিতিতে ট্রাকের ত্রিপল খুলে দেখা যায়, সেখানে ১০ মেট্রিক টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন রয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট-দ্বয়ের নির্দেশে পলিথিনসহ ট্রাকটি জব্দ করা হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে এনএসআই শেরপুরের উপ-পরিচালক মো. গোলাম কিবরিয়া, জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ, পরিদর্শক নয়ন কুমার রায়, সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আটক ট্রাকচালক বাবুল মিয়া জানান, জব্দকৃত পলিথিন পুরাতন ঢাকার লালবাগ থেকে শেরপুর শহরের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আলম ট্রেডার্সের নামে আনা হচ্ছিল, যার স্বত্বাধিকারী রায়হান নামে এক ব্যক্তি।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ বলেন, জব্দকৃত পলিথিন ও ট্রাকসহ আটক চালককে থানায় হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।