জামালপুরের সরিষাবাড়ী আজ শুক্রবার ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও হিজড়াদের মধ্যে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান তাঁদের হাতে খাদ্যসামগ্রী ও গাছের চারা তুলে দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়ায় চর পোগলদিঘা ও তাড়িয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও হিজড়া জনগোষ্ঠীর ৫০ জন সদস্যের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে চাল, ডাল, চিড়া, সয়াবিন তেল ও সাবান দেওয়া হয়।
একই সময়ে চর পোগলদিঘা আশ্রয়ণ প্রকল্পের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের মধ্যে ৬০টি ও পৌর এলাকার তাড়িয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের হিজড়াদের মধ্যে ৪০টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়। তাঁদের নারকেল, আম, পেয়ারা, জাম ও কাঁঠালগাছের চারা বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মুরাদ হাসান। এ সময় জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। পিআইও কার্যালয় ও উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ইউএনও শিহাব উদ্দিন আহমদ বলেন, প্রতিমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পগুলো পরিদর্শন শেষে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে প্রতিমন্ত্রী মুরাদ হাসান দুটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে শতাধিক ফলদ গাছের চারা বিতরণ করেন।