ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনায় ও ১৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আবদুল হামিদ (৬০), নেত্রকোনা সদরের এমদাদুল হক (৮৫) ও শেরপুর নালিতাবাড়ির আমিরউদ্দিন (৯০)।
উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৬২), গোলাপ আলি (৫৫), দুলু মিয়া (৩০), সাবু খাতুন (৮৫), হোসনে আরা (২৫), হালুয়াঘাটের খোকন মিয়া (৫৫), ত্রিশালের পারভিন আক্তার (৪৫), গফরগাঁওয়ের সুরাইয়া খাতুন (৬৫), শেরপুর সদরের সাজেদা বেগম (৫৫), মনোয়ারা বেগম (৬৫), নেত্রকোনা সদরের সুজিত চন্দ্র দাস (৬০), টাঙ্গাইল সদরের পরিমল চন্দ্র (৫২) ও ধনবাড়ির সৌরভ (১৩)।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের করোনা ইউনিটর ৪৫৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। আইসিইউতে রয়েছেন ২০ জন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৮৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন।
জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৬৬০ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৪৫৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদরে ২০৬, নান্দাইলে ২৩ জন, ঈশ্বরগঞ্জে ১৭ জন, গৌরীপুরে ৩৬ জন, মুক্তাগাছায় ৪৮ জন, ফুলবাড়িয়ায় ১৪ জন, গফরগাঁও ২৩ জন, ভালুকায় ২২ জন, ত্রিশালে ১৪ জন, তারাকান্দায় ছয় জন, হালুয়াঘাটে ২৪ জন, ধোবাউড়ায় চারজন, ফুলপুরে ২১ জন করে করোনা শনাক্ত হয়েছেন।