ঈদুল আজহা উপলক্ষে খেলার মাঠে বিশাল গরুর হাট বসায় গোবর ছাড়াও ময়লা আর্বজনার স্তুপ পড়ে থাকলেও কেউ পরিষ্কারের উদ্যোগ নেয়নি। আর তা পরিষ্কার করতে নেমেছেন এমপি নিজেই। গতকাল মঙ্গলবার বিকেলে এ ধরনের ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইলে।
স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশেই অবস্থিত নান্দাইল উপজেলা সদরের ঐতিহ্যবাহি চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিশাল খেলার মাঠ। যেখানে জাতীর জনক বঙ্গবন্ধু ছাড়াও জাতীয় চার নেতাসহ রাজনৈতিক অঙ্গনের অনেক বড় বড় নেতা বিশাল সমাবেশে বক্তব্য দিয়েছেন। এই জন্য মাঠটি উপজেলার ঐতিহ্য বহন করে। এই মাঠেই সদ্যসমাপ্ত ঈদুল আজহা উপলক্ষে তিন দিন বিশাল গরুর হাট বসে। এর ফলে খেলাধুলার একমাত্র এই মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। সেই সাথে দুর্গন্ধ ছড়ায়। যা দেখে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদিন খান তুহিন গতকাল মঙ্গলবার হঠাৎ মাঠে নেমে পড়েন। এ সময় দলীয় নেতাকর্মী ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতারা তার সাথে থাকেন। কিছু বুঝে উঠার আগেই হঠাৎ তিনি উপস্থিত সবাইকে হাতে হাত ধরে সারিবদ্ধভাবে দাঁড়ানোর অনুরোধ করেন। তার এ কথায় শত শত নেতাকর্মী মানববন্ধন আকারে দাঁড়ানোর পর বলা হয় যার সামনে যা পড়বে তা হাতে নিয়ে স্তুপ করে রাখার জন্য। এভাবে দুইবার মাঠের চারপাশ ঘুরে সকল ধরনের ময়লা আর্বজনা পরিষ্কার করেন। এমপি এ ধরনের কর্মকাণ্ড দেখে উপস্থিত অনেকেই বাহাবা দেন। এ সময় অনেকেই বলেন, এটা অন্যদের অনুকরণীয়।
এ ব্যপারে এমপি তুহিন বলেন, এই মাঠটি শিশু-কিশোর-তরুণ ও যুবকদের খেলাধুলার একমাত্র মাঠ। মাঠটি কয়েক বছর আগে একটি প্রকল্প দিয়ে সংস্কার করা হয়েছে। কিন্তু গরুর হাট বসানোর পর থেকে গত বেশ কয়েকদিন ধরে মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। অথচ যারা এই মাঠটিতে গরুর হাট বসিয়ে ছিল তাদেরই পরিষ্কার করার কথা ছিল। এ অবস্থায় বিবেকের তাড়নায় নিজেই পচ্ছিন্নতায় নামলাম।