পুলিশ ও একদল স্বেচ্ছাসেবকের চেষ্টায় অবশেষে খোঁজ মিলেছে হারিয়ে যাওয়া শিশু রুবেলের (১২) পরিবারের। শনিবার সন্ধ্যায় এক স্বজনের কাছে রুবেলকে হস্তান্তর করেছে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার। তিনি বলেন, আমরা জানতে পারি ছেলেটির বাসা মিরপুর-১১ এর কালশী বিহারী পূরবী হলের কাঁচাবাজারের পাশে। এরপর আমরা সংশ্লিষ্ট থানা ও মসজিদের মুয়াজ্জিনের সাথে যোগাযোগ করি। সেই মোয়াজ্জিন তার এলাকায় খুঁজে ছেলের পরিবারকে বের করেন। পরে বাবা-মায়ের সাথে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি।
ওসি আরও বলেন, পরিবারের সাথে কথা বলে জানতে পারি সুমন নামে এক ব্যক্তি ছেলেটির খালু হয়। তার বাড়ি ময়মনসিংহ সদরের দুলালবাড়ি গুচ্ছ গ্রামে। পরে খবর দেয়ার পর ওই ব্যক্তি কোতোয়ালি থানায় আসলে তার কাছে রুবেলকে হস্তান্তর করা হয়।
এর আগে, গত দুই দিন আগে বড় ভাই মারধর করায় অভিমান করে বাড়ি থেকে একটি বাসে চড়ে ময়মনসিংহে চলে আসে রুবেল। সকালে বিষয়টি জানতে পেরে কয়েকজন স্বেচ্ছাসেবী যুবক তাকে উদ্ধার করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসেন।