নেত্রকোনার পূর্বধলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুলাই) উপজেলার মেঘশিমুল উত্তর পাড়া, লাউয়ারী ও টাংগাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হল- উপজেলার মেঘশিমুল উত্তর পাড়া গ্রামের রাসেল মিয়ার মেয়ে ইভা (৬), ধলামূলগাঁও ইউনিয়নের লাউয়ারী গ্রামের সুমন মিয়ার ছেলে জুনায়েদ (৪) ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা গোয়াতলা ইউনিয়নের টাংগাটি গ্রামের শিপন মিয়ার ছেলে আল আমিন (২)।
স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৫টার দিকে ইভা বাড়ির পাশে পুকুরে হাঁস আনতে যায়। এসময় সে হঠাৎ পানিতে পড়ে যায়। খোঁজ পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর দিকে একই দিন দুপুরে জুনায়েদ সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জুনায়েদের পরিবার ঢাকায় থাকে। ঈদ উপলক্ষে তারা গ্রামের বাড়িতে এসেছিল।
এদিকে আল আমিন তার নানার বাড়ি উপজেলার হোগলা ইউনিয়নের পাটরা গ্রামে বেড়াতে এসেছিল। শনিবার দুপুরে সে সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।