কঠোর বিধিনিষেধ বাড়ি ফিরতে মাছবাহী ট্রাকে ড্রামের ভেতর চেপে বসেছিলেন ১০ জন যাত্রী। ঢাকা থেকে বের হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট ফাঁকি দিয়ে জয়দেবপুর চৌরাস্তা পার হলেও রাজেন্দ্রপুর এলাকায় এসে ধরা পড়ে যান তাঁরা।
মহানগর পুলিশ ট্রাকে থাকা মাছের খালি ড্রাম থেকে ওই যাত্রীদের বের করে এনে ছেড়ে দিলেও ট্রাকচালকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে ট্রাকটি আটক রাখা হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকের ঘটনা এটি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রয়েছে চেকপোস্ট। এ ছাড়া কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সার্বক্ষণিক মাঠে টহল দিচ্ছে। রয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কঠোর বিধিনিষেধের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাছবাহী ট্রাকের ওপর ড্রামের ভেতর চেপে বাড়ি ফিরছিলেন ১০ জন যাত্রী।
দুপুরে তাঁরা ঢাকা থেকে ওই ড্রামের ভেতরে উঠে বসেন। গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট পার হলেও রাজেন্দ্রপুর এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সন্দেহ হলে ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এ সময় মাছের ড্রাম থেকে বেরিয়ে আসেন লুকিয়ে থাকা যাত্রীরা।
গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মেহেদী হাসান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। এমন সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছের ট্রাক সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। তখন ওই ট্রাকে মাছের ড্রামের ভেতর থেকে প্রায় ১০ জন যাত্রী বের করে আনা হয়। পরে ড্রামের ভেতর থেকে যাত্রীদের নামিয়ে এনে ছেড়ে দিলেও চালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।