নেত্রকোণার পূর্বধলা উপজেলায় আজ মঙ্গলবার সকালে খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (আনুমানিক ৫৫) নারীর লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
ধলামূলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারক জানান, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ধলামূলগাঁও ইউনিয়নের ঘাগড়াপাড়া আবাসন প্রকল্পের পাশে লাউগাঙ্গ নামক খালে এক নারীর ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার কাজ শেষ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।