1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

বন্দুকযুদ্ধে নিহতরা প্রবাসী হত্যা মামলার আসামি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘ডাকাতির প্রস্তুতকালে’ র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহতরা প্রবাসী মোহন (৩২) হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বন্দুকযুদ্ধে নিহতরা হলেন—উপজেলার ধোপাঘাট নামাপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে সুমন মিয়া (৩০) ও একই এলাকার নুরুল হকের ছেলে আসাদুল।

পিবিআই-এর পরিদর্শক ও প্রবাসী মোহন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন, র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুইজন প্রবাসী মোহন (৩২) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিল।

ময়মনসিংহ র‌্যাব-১৪-এর পরিচালক লে. কর্নেল আবু নাঈম মো.তালাত বলেন, ‘সোমবার ভোর রাতে উপজেলার যশরা ইউনিয়নের বারইল গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ডাকাত দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। র্যাব পাল্টা গুলি চালালে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে ঘটনাস্থল তল্লাশি করে আহত অবস্থায় ডাকাত দলের দুই সদস্যকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

প্রসঙ্গত, গত ৪ জুলাই সন্ধ্যা ৬টার দিকে গফরগাঁও উপজেলার শিবগঞ্জ বাজার যাত্রীছাউনীর সামনে মোহন মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৫ জুলাই নিহত মোহনের বাবা আব্দুস সাত্তার বাদী হয়ে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিন ৬ জুলাই মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি