জামালপুরের মাদারগঞ্জে উচ্চশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষে মুক্তার আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় চরগোপালপুর গ্রামের কিছু যুবক পার্শ্ববর্তী গোপালপুর ব্রিজ এলাকায় গিয়ে উচ্চশব্দে গান বাজাচ্ছিলেন। এতে গোপালপুর গ্রামের যুবকরা বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় চরপাকেরদহ ঘোনাপাড়া গ্রামের কৃষক মুক্তার আলী ও তার ভাই আব্দুল মান্নান সেখানে গেলে প্রতিপক্ষ চরগোপালপুর গ্রামের মদন কারুর ছেলে সোলায়মানসহ অজ্ঞাতরা মুক্তার আলী ও তার ভাই আব্দুল মান্নানকে বেদম মারধর করে।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মুক্তার আলী মারা যান। নিহতের সহোদর আব্দুল মান্নানের অবস্থাও আশঙ্কাজনক।
মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুল হক বলেন, ওই এলাকায় ফের সংঘর্ষ এড়াতে শনিবার সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে নিহতের স্বজনদের থানায় এজাহার দেওয়া কথা।