নেত্রকোনার দুর্গাপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. আবুল কাশেম (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জুলাই) সকাল ৭টায় বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত লাল শেখের ছেলে।
বাকলজোড়া ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৭টায় আবুল কাশেম ও একই গ্রামের নুরুল ইসলাম (৪৫) জাল নিয়ে গুজিরকোনা এলাকায় মাছ ধরতে যান। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে উভয় আহত হন। স্থানীয়রা তাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। আর নুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজিব উল আহসান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার ও আহতের পরিবারকে পাঁচ হাজার টাকা দেয়া হয়েছে।