1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আইসিইউ চালু হয়নি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এখনো চালু হয়নি। তাই করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এ ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনার পর আইসিইউতে থাকা ১০ করোনা রোগীর ৫ জন অন্যত্র চলে যান। বাকিদের করোনা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। যে রোগীদের অবস্থা খারাপ, তাঁদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে। তারপরও অনেক রোগী আর্থিক সমস্যাসহ নানা অসুবিধার কারণে ঢাকায় না গিয়ে টাঙ্গাইলে থেকেই চিকিৎসা নিচ্ছেন। তাঁদের সাধ্য অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে আইসিইউ মেরামত করে আগামী দু-এক দিনের মধ্যে চালু করা যাবে বলে জানিয়েছেন সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সোহানা নাসরিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি আজ সকাল এবং এর আগে বৃহস্পতিবার আইসিইউ পরিদর্শন করেছেন। কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে এডিএম সোহানা নাসরিন জানিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল বেলা সোয়া তিনটার দিকে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাই ফ্লো নাজাল ক্যানুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রোগীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি