জামালপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন তিনজন। এ নিয়ে জুলাই মাসের ১২ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬৬ এবং মারা গেছেন ২০ জন।
জেলায় মোট আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা যথাক্রমে ৩ হাজার ৪৯৯ ও ৬৮। আজ সোমবার সকালে সিভিল সার্জন প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ২৯৪ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৪ দশমিক ৮২ শতাংশ।
কঠোর বিধিনিষেধের মধ্যেও জামালপুরে করোনা শনাক্ত ঊর্ধ্বমুখী। একই সঙ্গে মৃত্যুর হারও আগের তুলনায় বেশি। প্রতিদিনই আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। এর মধ্যে দুদিন ধরে শহরের বিভিন্ন স্থানের মানুষের আনাগোনা বাড়ছে। স্বাস্থ্যবিধি না মানলে সামনের পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা প্রকাশ করছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ১ জুলাই থেকে আজ সোমবার (১২ জুলাই) পর্যন্ত জেলায় ২ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষায় ৬৬৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ২২ দশমিক ৬৬ শতাংশ।
সদর উপজেলায় ২৯০ জন শনাক্ত হয়েছে। জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৭৫১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭ জন।
জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস বলেন, গত ঈদুল ফিতরের পর থেকে জেলায় প্রতিদিনই শনাক্তের সংখ্যা বাড়তে থাকে। সেই সংখ্যা দ্রুতগতিতে বেড়েই চলছে। আগামী ঈদে সংক্রমণ বর্তমান সময়ের চেয়ে বাড়ার শঙ্কা রয়েছে। কারণ লোকজন নানাভাবে ঈদে ঘরে ফেরার চেষ্টা করবে। তখন পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে।