নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৩০ জনের নমুনা পরীক্ষা করে এ সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ২৭ শতাংশ। এ সময়ে করোনায় দুজনের মৃত্যু হয়েছে। জেলায় এক দিনে এটিই সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর ঘটনা।
এর আগে গতকাল রোববার ৩০২ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছিল। নেত্রকোনা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা উত্তম কুমার পাল আজ সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে সদর উপজেলার ৩৪ জন, মোহনগঞ্জের ২৫, বারহাট্টার ১, কেন্দুয়ার ৬, মদন, পূর্বধলা ও খালিয়াজুরীর ৪ জন করে, কলমাকান্দার ৫ জন, আটপাড়ার ৩ জন ও দুর্গাপুরে ৭ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৮৩। সুস্থ হয়েছে ১ হাজার ২৭৬ জন। সুস্থতার হার ৫৮ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ২০ হাজার ৮৭৯টি। এর মধ্যে প্রতিবেদন পাওয়া গেছে ২০ হাজার ৪৬১টির। শনাক্তের গড় হার ১০ দশমিক ৬৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দুজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে মোহনগঞ্জের কচুয়ারচর এলাকার ওই ব্যক্তি (৫০) গতকাল নিজ বাড়িতে মারা যান। আর একই উপজেলার মানশ্রী এলাকার ওই নারীর (৩০) গতকাল রাতে নিজ বাড়িতে মৃত্যু হয়। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৯ জন।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এস এম মাহবুবুর রহমান জানান, কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালুর কাজ শেষ করতে আরও কিছুদিন সময় লাগবে। তবে কেন্দ্রীয় অক্সিজেন, ভেন্টিলেটর ইত্যাদি চালু করতেও কমপক্ষে পাঁচজন অবেদনবিদ, তিনজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন, তা এখানে নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।