ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসন সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সেনা ও পুলিশের সহযোগিতায় অন্তত ৫০টি পয়েন্টে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক না পরা, অহেতুক ঘুরে বেড়ানো ও দোকানে বসে আড্ডা দেওয়ায় ১৫টি মামলার বিপরীতে ৭ হাজার ২০০ টাকা জরিমানা করেন। উপজেলার গফরগাঁও ও পাগলা থানা এলাকায় আজ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত এই অভিযান চলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সেনা ও পুলিশ সদস্যরা শনিবার সকাল থেকে রাত পর্যন্ত পৌর শহর, গয়েশপুর, মশাখালী, রাওনা, কান্দিপাড়া বাজার সহ উপজেলার অন্তত ৫০টি পয়েন্টে অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, অনেকেই লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন, স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলাচল করছেন। এতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় লকডাউন বাস্তবায়নের কোনো বিকল্প নাই। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।