নেত্রকোনায় নতুন করে ৩৪ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে। এ সময় টিকা যাচাই-বাছাই করে বুঝে নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল কবির রিয়াদ।
শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনে সিনোফার্মার এ টিকা গ্রহণ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম ও পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আল আমিনসহ চিকিৎসক ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা।
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত জেলায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৭১ হাজার ৯৯৩ জন।
এদিকে কয়েক ধাপে ১ লাখ ৪ হাজার ৮০০ ডোজ কোভিশিল্ডের টিকা এসেছে। প্রথম ১ লাখ ডোজের প্রতি ভায়ালে ১০ ডোজ করে টিকা ছিল। পরবর্তীতে ৪ হাজার ৮ টিকার একটি ভায়ালে করে আসে, যা মেডিকেল কলেজের শিক্ষার্থী, নাসিং ইন্সটিউটের শিক্ষার্থীসহ স্বাস্থ্য কর্মীদের জন্য বরাদ্দ ছিল। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ হাজার ৫২৫ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৮ হাজার ৭৯৫ জন।
ডা. আহসানুল কবির রিয়াদ জানান, এবার টিকার প্রতি ভায়ালে দুই ডোজ করে আসায় কম নষ্ট হবে। এছাড়া প্রতিদিন ৪০০ জনকে টিকা দেয়া হবে।