1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ

গফরগাঁওয়ে টিসিবির পণ্য পুলিশের জিম্মায়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ের চাহিদার তুলনায় কম পণ্য বিক্রয়ের সময় টিসিবির পণ্য আটক করেন স্থানীয় লোকজন। পরে কর্তৃপক্ষ পণ্যগুলো জব্দ করে পাগলা থানা পুলিশের জিম্মায় দেন। গতকাল বুধবার বিকালে উপজেলার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রাত ৯টার দিকে পণ্যগুলো পাগলা থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, টিসিবির ডিলার আসাদুল ইসলাম বুধবার বিকালে পিকআপ গাড়িতে টিসিবির পণ্য নিয়ে মাইজবাড়ি মোড়ে বিক্রয় করতে যান। এ সময় গাড়িতে গাড়িতে পণ্যের পরিমান কম থাকায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে হৈচৈ শুরু করেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে এসে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে সন্ধ্যার পর ট্যাগ অফিসার এমদাদুল হক ও নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি আমিনুল ইসলাম ঘটনাস্থলে এসে পণ্যগুলো জব্দ করে পাগলা থানা পুলিশের জিম্মায় দেন।

জানতে চাইলে ডিলার আসাদুল ইসলাম বলেন, আমি গফরগাঁওয়ের ডিলার কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পাগলা থানা এলাকায়। বোঝতে পারিনি তাই কম পণ্য নিয়ে বিক্রয় করতে গিয়েছিলাম। ভুল হয়ে গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, হৈচৈ শুনে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি কম পণ্য নিয়ে বিক্রয় করতে আসায় লোকজন ক্ষুব্ধ হয়ে আটক করেছেন। পরে আমি বিষয়টি প্রশাসনকে অবহিত করলে তারা এসে জব্দ করে পাগলা থানা পুলিশের জিম্মায় দিয়েছেন।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, পরিমাণে কম এবং কোনো কাগজপত্র ছাড়াই ডিলার পণ্য বিক্রয় করতে এলে স্থানীয় লোকজন আটক করেন। পরে ট্যাগ অফিসার ও নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি আটক পণ্য জব্দ করে আমাদের জিম্মায় দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি