টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে জুলাই মাসেই এ হাসপাতালে মৃতের সংখ্যা ৬৭।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এ মৃতের ঘটনা ঘটে। এ সময়ের মধ্যে জেলায় ৬৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৫৪ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৯ দশমিক ৫১ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫৭৫।
টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বলেন, করোনাভাইরাস দিনদিন বাড়ছে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মানার কোনো বিকল্প নেই। বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়াসহ সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানান, বেশির ভাগ রোগীই হাসপাতালে আসছেন শেষ মুহূর্তে। অক্সিজেনের স্তর স্বাভাবিকের চেয়ে অনেক নিচে যাওয়ার পর যেসব রোগী হাসপাতালে আসছেন, তাঁদের মধ্যেই মৃত্যুর হার বেশি। এ পর্যন্ত জেলায় করোনার সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের বেশির ভাগের বয়স ৬০–এর ওপরে।
টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, মানুষ করোনা পরীক্ষা না করানো এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় সংক্রমণ দ্রুত বাড়ছে।