জামালপুরে গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩১১ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৭২ শতাংশ। জেলায় এখন পর্যন্ত এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। এর আগে গত সোমবার ৬০ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেটিই ছিল আগের সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। আজ দুপুর ১২টার দিকে সিভিল সার্জন প্রণয় কান্তি দাস এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ৮০ জনের মধ্যে সদর উপজেলায় ৪২ জন, মাদারগঞ্জে ৯ জন, সরিষাবাড়ীতে ৯ জন, বকশীগঞ্জে ১২ জন, দেওয়ানগঞ্জে ৪ জন, মেলান্দহে ২ জন এবং ইসলামপুর উপজেলায় ২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২১৮। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪ জন। জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ২৬ হাজার ৭৮৯টি।
গত সাত দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১ থেকে ৭ জুলাই এক সপ্তাহে ১ হাজার ৬৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের গড় হার ২৩ দশমিক ২৩ শতাংশ। এই সাত দিনে করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
কঠোর লকডাউনের মধ্যেও জেলায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত ঈদুল ফিতরের পরপরই জেলায় প্রতিদিনই শনাক্তের সংখ্যা বাড়তে থাকে। তবে এত দিন শুধু সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি ছিল। এখন আশপাশের সব উপজেলায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস বলেন, সংক্রমণ সারা জেলায় ছড়িয়ে পড়েছে। প্রতিদিন প্রত্যেকটি উপজেলায় রোগী শনাক্ত হচ্ছে। সংক্রমণের হার আগের সব সময়ের তুলনায় অনেক বেশি। ধীরে ধীরে সংক্রমণ বাড়তে বাড়তে বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।