1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

লকডাউন কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ময়মনসিংহে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

করোনা প্রতিরোধে লকডাউন পরিস্থিতিতে ময়মনসিংহে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ।

মঙ্গলবার (০৬ জুলাই) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকায় এ টহল কার্যক্রম পরিদশনে আসেন সেনাপ্রধান। এসময় কর্তব্যরত সেনাসদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিজিবি সেক্টর কমান্ডার, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, জেলা প্রশাসক, পুলিশ সুপারের সাথে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন।

এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ ময়মনসিংহে করোনা প্রতিরোধে সেনাবাহিনী, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করে বলেন- বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের দিক নির্দেশনায় কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সেনাবাহিনী, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সাথে সম্মিলিতভাবে কাজ করে যাবে।

এসময় জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং ও ডকট্রিন কমান্ড লেফটেনেন্ট জেনারেল এস এম মতিউর রহমান, এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং স্টেশন কমান্ডার ময়মনসিংহ স্টেশন ব্রিগেডিয়ার জেনারেল মো: মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি