নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এক দিনে এটিই সর্বোচ্চ করোনা শনাক্তের ঘটনা। ১৬৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এ সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৪১ দশমিক ৬৭ শতাংশ। এর আগে গত মঙ্গলবার ৫০ জনের শনাক্ত হয়েছিল।
নেত্রকোনা সিভিল সার্জন মো. সেলিম মিয়া আজ সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে শনাক্ত হওয়া ৭০ জনের মধ্যে ৩৪ জন নারী ও ৩৬ জন পুরুষ। তাঁদের মধ্যে সদর উপজেলার ৩০ জন, কলমাকান্দা ও বারহাট্টায় ৩ জন করে, আটপাড়ায় ১৪ জন, খালিয়াজুরী, পূর্বধলা ও মোহনগঞ্জে ২ জন করে, দুর্গাপুরে ১০ জন ও মদনে ৪ জন আছেন।
এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১ হাজার ৭৫৫। শনাক্তের হার ৯ দশমিক ২১ শতাংশ। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৭ জন। সুস্থতার হার ৬৭ দশমিক ৬৪ শতাংশ। মৃত্যু হয়েছে ৩২ জনের। মৃত্যুর হার ১ দশমিক ৮২ শতাংশ। জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৪২২টি। এর মধ্যে প্রতিবেদন পাওয়া গেছে ১৯ হাজার ৫৪টি।
এদিকে আক্রান্ত রোগীদের মধ্যে বেশির ভাগই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে তিনজন রোগী ভর্তি আছেন। জটিল রোগী হলে ময়মনসিংহ ও ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারণ, জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের এখনো চিকিৎসার সুব্যবস্থা হয়নি। প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসরঞ্জাম না থাকায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখনো কেন্দ্রীয় অক্সিজেনব্যবস্থা, ভেন্টিলেটর, আইসিইউ বেডসহ প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসরঞ্জাম নেই।
নেত্রকোনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এস এম মাহবুবুর রহমান বলেন, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালুর কাজ চলছে। সচল করতে আরও এক সপ্তাহের মতো সময় লাগবে। অন্যদিকে, ভেন্টিলেটরগুলো চালু করতেও কমপক্ষে পাঁচজন অবেদনবিদ ও অন্তত দুজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন।