ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারঘোষিত লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসন সেনা, পুলিশ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় ব্যাপক তৎপরতা চালিয়েছেন। আজ শনিবার তৃতীয় দিন সকাল থেকে রাত পর্যন্ত পৌর শহরসহ উপজেলার গফরগাঁও ও পাগলা থানা এলাকার হাট-বাজার, রাস্তার মোড়সহ বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম চলে।
এসময় লকডাউন অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া ঘুরে বেড়ানো, মাস্ক না পরা ও চা স্টলে বসে আড্ডা দেওয়ার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ২৬টি মামলার বিপরীতে ১১ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর শহর ও ইউনিয়ন পর্যায়ের হাট-বাজার, রাস্তার মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লকডাউন অমান্য করায় ১২টি মামলায় ৪ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।
একই সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় পৌর শহর ও আশপাশের এলাকার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ১৪টি মামলায় ৬৮৫০ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলা ও থানা প্রশাসন করোনা সংক্রমণ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় কঠোর অবস্থান গ্রহণ করেছে। লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।