নেত্রকোনার কলমাকান্দায় কঠোর লকডাউন অমান্য করে যাত্রী বহনের দায়ে মায়ের দোয়া পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা ও গাড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা যায়, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বিশরপাশা বাজার থেকে মঙ্গলবার রাত ১০টায় ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে রওনা দেয় মায়ের দোয়া পরিবহন নামের একটি বাস। পথিমধ্যে ওই সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. সোহেল রানার নেতৃত্বে উপজেলা সদরে লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালনা করছিলেন। উপজেলা সদরে রেন্টিতলা নামকস্থানে আসলে পরিবহনটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় গাড়িটি জব্দ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা।
ইউএনও সোহেল রানা জানান, সংক্রমণ প্রতিরোধ আইনে মায়ের দোয়া পরিবহনের কাছে থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত গাড়িকে বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছি।