উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার দিনভর মুষলধারে বৃষ্টি হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে। প্লাবিত এলাকায় সবজিখেত বিনষ্ট হওয়ায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নিম্ন এলাকার অনেক পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার বিল্লাল হোসেন বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার পর দেখি বাড়ির পাশের নেতাই নদের বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে। ফলে রায়পুর, কামালপুর, ছান্দের নগরসহ বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করছে।’
খোঁজ নিয়ে জানা য়ায়, একই অবস্থা ঘোষগাঁও ইউনিয়নের নয়াপাড়া, দিঘলবাগ, কালিকাবাড়ি গ্রামেও। এসব গ্রামের কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বেতগাছিয়া, বহরভিটা, উদয়পুর, পাতামসহ নিম্ন এলাকাগুলোতে ঢলের পানি প্রবেশ করে প্লাবিত হচ্ছে।
এ ব্যাপারে গামারীতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, ইতিমধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। প্লাবিত এলাকার বাসিন্দা ও গবাদিপশু নিরাপদে অন্য এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্লাবনের শিকার স্থানীয় মানুষকে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে।
ঘোষগাঁও ইউপির চেয়ারম্যান শামসুল হক বলেন, ভালুকাপাড়া এবং রায়পুর এলাকায় বেড়িবাঁধ ভেঙে গিয়ে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ না করা হলেও উপজেলা প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণসহায়তা করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামান জানান, বুধবার বিকেলে প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মধ্যে খাদ্য ও ত্রাণসহায়তা বিতরণ করা হয়েছে। বেড়িবাঁধ সংস্কারের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।