নেত্রকোণার মদনে নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর স্কুলছাত্র রবিনের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরির দল আজ মঙ্গলবার (২৯ জুন) সাড়ে ৯টার দিকে রবিনের নিজ বাড়ির পেছনের মগড়া নদী থেকে তার লাশ উদ্ধার করে। রবিন উপজেলার মদন সদর ইউনিয়নের পরশখিলা গ্রামের তাজ্জুত মিয়ার ছেলে ও মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
উদ্ধারের বিষয়টি মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া স্কুলছাত্র রবিনের লাশ মদন থানার পুলিশের নিকট হস্তান্তর করা হবে।
রবিন গতকাল সোমবার (২৮ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে বন্ধুদের নিয়ে নিজ বাড়ির পেছনে গোসল করতে মগড়া নদীতে নামে। নদীতে স্রোত বেশি থাকায় অল্প সময়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে মদন ফায়ার সার্ভিসকে খবর দেয়। মদন ফায়ার সার্ভিসে কোনো ডুবুরি দল না থাকায় পাশের জেলা কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দলকে আনা হয়। তারা ৩ ঘণ্টা অভিযান চালিয়ে নিখোঁজের কোনো সন্ধান পাননি। সোমবার রাতে উদ্ধার অভিযান বন্ধ থাকে। মঙ্গলবার সকালে ডুবুরিদল উদ্ধার অভিযান চালিয়ে রবিনের বাড়ির ফিছনের মগড়া নদী থেকে তার লাশ উদ্ধার করেছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। রবিনের পরিবার ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।