করোনা সংক্রমণ রোধে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ জুন) দিনভর আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।
ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসাবে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খাবার হোটেল ও বিভিন্ন দোকানপাটে ২০ মামলায় ৪৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
স্বাস্থ্যবিধি নিশ্চিতে করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।