করোনার সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ কারণে দূরপাল্লার গণপরিবহন বন্ধ। বাড়ি যাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁদের অভিভাবকেরাও ছিলেন উদ্বিগ্ন। এমন পরিস্থিতির মধ্যে আজ সোমবার সকালে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস দেশের বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশে রওনা দেয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৫টি বাস দেশের সব বিভাগীয় শহর পর্যন্ত শিক্ষার্থীদের পৌঁছে দিচ্ছে। এ সেবার আওতায় ৭টি রুটে প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে বাড়ি যেতে পারছেন। গত শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের উদ্যোগ নেয়। সেই আদলেই নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়া সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহনবিষয়ক প্রশাসক আরিফুর রহমান বলেন, বিভাগভিত্তিক শিক্ষার্থীদের সংখ্যা নির্ধারণ, বাস রুট, শিডিউল প্রস্তুত করাসহ নানাবিধ কাজ শেষে সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গাড়িগুলো বিভাগীয় শহরের উদ্দেশে রওনা দেয়।
এর আগে ১৩ জুন শুরু হওয়া নিজ নিজ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। পরীক্ষা চলাকালীন লকডাউনের ঘোষণা আসায় ২৪ জুন পরীক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণপরিবহন বন্ধ থাকায় শিক্ষার্থীরা আটকা পড়েছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অভিভাবক। অভিভাবকের অন্যতম দায়িত্ব সন্তানদের খোঁজখবর রাখা। তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেই দায়বদ্ধতা থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সহায়তা করেছে।’