জামালপুরে গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৭৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এ সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ২৮ শতাংশ। জেলায় এক দিনে সর্বোচ্চ করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে ১৭ জুন সর্বোচ্চ ৪২ জনের করোনা শনাক্ত হয়েছিল। আজ সোমবার সকালে সিভিল সার্জন প্রণয় কান্তি দাস এসব তথ্য জানান।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে শনাক্ত হওয়া ৪৬ জনের মধ্যে সদর উপজেলায় ২৩, বকশীগঞ্জে ৬, সরিষাবাড়ীতে ৮, দেওয়ানগঞ্জে ২, মাদারগঞ্জে ৩, ইসলামপুরে ১ ও মেলান্দহ উপজেলায় ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনার সংক্রমণ দাঁড়িয়েছে ২ হাজার ৭৪০ জনে। জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৭২৬টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয়জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মদন বাবু (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি জামালপুর পৌর শহরের গেটপাড়া এলাকায়। জেলায় এ পর্যন্ত করোনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে।
জামালপুরে ক্রমেই করোনার রোগী বাড়ছে। সংক্রমণ রোধে ১৩ জুন রাতে জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তির মাধ্যমে জামালপুর পৌর শহরে ৯ দফা বিধিনিষেধ আরোপ করে। তবে বিধিনিষেধ চলছে ঢিলেঢালাভাবে। ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ।
জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস বলেন, করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী। মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই। বিষয়টি স্বাস্থ্য বিভাগকে চিন্তায় ফেলে দিয়েছে। জরুরি ভিত্তিতে মানুষকে বাইরে বের হওয়া থেকে আটকাতে হবে। অন্যথায় সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়বে।