ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ৯৬২ জনের নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ ধরা পড়েছে। এ হিসাবে শনাক্তের হার ১৭ দশমিক ১৫ শতাংশ। একই সময়ে এ বিভাগে করোনায় মারা গেছেন আরও তিনজন।
ময়মনসিংহ বিভাগের চারটি জেলার সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬৮ জন করোনা শনাক্ত হয়েছেন। শেরপুরে ৩৪১ জনের নমুনা পরীক্ষায় ৫২ জন, জামালপুর জেলায় ১৫৬ জনের নমুনা পরীক্ষায় ৩১ জন এবং নেত্রকোনায় ৯১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নেত্রকোনা জেলায় দুজন ও জামালপুর জেলায় করোনা শনাক্ত হওয়া একজন ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
করোনায় সংক্রমিত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪ জন। ময়মনসিংহ জেলায় বাড়িতে আইসোলেশনে আছেন ৫৬৩ জন।
করোনা সংক্রমণ বাড়ায় আজ শুক্রবার থেকে ময়মনসিংহ নগরের ১১টি এলাকায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ ছাড়া শেরপুর জেলায় সংক্রমণ বাড়ায় কঠোর বিধিনিষেধ চলছে।