ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১১টি এলাকায় শুক্রবার (২৫জুন) থেকে ১ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ময়মনসিংহে সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মাসকান্দা (বাসস্ট্যান্ড), চরপাড়া, নয়াপাড়া, কৃষ্টপুর, আলিয়া মাদ্রাসা এলাকা, নওমহল, আর কে মিশন রােড, বাউন্ডারি রােড, পাটগুদাম, কাচিঝুঁলি, গাঙ্গিনাপাড় এলাকায় সার্বিক কার্যাবলি/ চলাচল (জনসাধারণের চলাচলসহ) আগামী ২৫ জুন ২০২১ তারিখ সকাল ০৬ টা হতে আগামী ১ জুলাই ২০২১ মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘােষণা করা হয়েছে।
জারিকৃত নির্দেশনায় আরও উল্লেখ রয়েছে যে, এ সময়ে শুধুমাত্র আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন: কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড- ১৯ টিকা প্রদান, বিদ্যুৎ পানি, গ্যাস জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক লরি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।