ময়মনসিংহে এডিস মশার লার্ভা পাওয়ায় তিন ভবন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ জুন) নগরীর গুহ রোড, বাগমারা ও নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এ আদেশ দিন।
এ সময় মসিকের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার ও স্যানিটারি ইন্সপেক্টর জাভেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ বলেন, এ মৌসুমে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। করোনার প্রাদুর্ভাবের কারণে অনেক কাজ বন্ধ থাকায় ভবনের বিভিন্ন অংশে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। এ কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।