প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৩০টি ঘর পেয়েছে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ভূমি ও গৃহহীন ৩০ পরিবার। এদের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। আজ রবিবার উপজেলা হল রুমে এই চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা এখন থেকে এই ঘর ও জমির মালিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল হেকীম সরকার, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী প্রমুখ।
ঘর পেয়ে জমিলা খাতুন নামে এক বিধবা নারী বলেন, ‘আমার মত মানুষ পাকা ঘর পাইমু, জমি পাইমু তা ভাবতে পারিনি। আল্লাহ তাকে (প্রধানমন্ত্রীকে) বাছাইয়্যা রাহুন। নামাজ পইড়া মা হাসিনার লাইগ্যা দোয়া করি।’