1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

শেরপুরে সর্বোচ্চ ২৮ জনের করোনা শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

শেরপুরে করোনা সংক্রমণের এক বছর আড়াই মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ ২৮ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে শেরপুর সদরে ২৫ জন; শ্রীবরদী, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় একজন করে আছেন। সব মিলিয়ে এই জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৫৩। গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনা শনাক্তের পর এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্ত সংখ্যা।

আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটিপিসিআর ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে মোট ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ১৫ দশমিক ১৩ ভাগ।

সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, চলতি জুনের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত জেলায় ১৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন তিনজন। আক্রান্তদের অধিকাংশই শেরপুর পৌরসভার বাসিন্দা। এমনকি একই পরিবারে দুই থেকে তিনজনও সংক্রমিত হয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় জেলা প্রশাসন ১১ থেকে ২৪ জুন পর্যন্ত পৌর এলাকায় ৯ দফা বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে। বিধিনিষেধ মানার ব্যাপারে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

জেলায় এ পর্যন্ত শনাক্ত ৯৫৩ জনের মধ্যে শেরপুর সদরে ৫৪৫ জন, নকলায় ১৫২, নালিতাবাড়ীতে ১২২, ঝিনাইগাতীতে ৫৮ ও শ্রীবরদী উপজেলায় ৭৬ জন আছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ৭৫২ জন। আর ১৮ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি