ময়মনসিংহের ত্রিশালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিতরা।
বুধবার (১৬ জুন) বিকেলে পৌর শহরের প্রধান প্রধান সড়কে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
পদবঞ্চিত নেতাদের অভিযোগ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন ব্যক্তিগত কর্মচারী এবং পছন্দের লোক দিয়ে ত্রিশালের কমিটি গঠন করেছেন। যারা তার ব্যক্তিগত লোক নয় তাদেরকে তিনি কমিটিতে জায়গা দেননি।
তারা আরও অভিযোগ করেন, মহান স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী পরিবারের সন্তানকে ত্রিশাল থানা বিএনপির আহ্বায়ক মনোনীত করা হয়েছে।
বিক্ষোভে মিছিলে উপস্থিত ছিলেন- ত্রিশাল থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন, থানা বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, থানা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শুভা, থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চান, থানা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক মহিউদ্দিন খান, থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, জেলা ছাত্রদল সহ-সভাপতি হুমায়ুন কবিরসহ প্রমুখ।
সূত্র জানায়, ২০০৪ সালে ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান ডা. মাহবুবুর রহমান লিটন। এরপর ২০১০ সালে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০১৭ সালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক হন ডা. লিটন। পরে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা হয়।
গত রোববার (১৩ জুন) রাতে জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও আলমগীর মাহমুদ স্বাক্ষরিত ৩৯ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপি ও ৩৩ সদস্যবিশিষ্ট পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।