ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের বিভিন্ন এলাকায় সম্প্রতি দিনেদুপুরে ফ্ল্যাট-বাসা বাড়ির দরজার তালা ভেঙে বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। সিসি টিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও চোরদের শনাক্ত করা যাচ্ছিল না। একের পর এক চুরির ঘটনায় পৌরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। পুলিশ অব্যাহত তৎপরতা চালিয়েও চোরদের ধরতে পারছিল না।
অবশেষে আজ সোমবার সকাল সোয়া ১১টায় গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে হিরো (২৫) নামে এক চোরকে আটক করে পুলিশ। এ সময় জুয়েল (২৫) নামে অপর এক চোর পালিয়ে যায়। আটক হিরো শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন লুংশি গ্রামের মৃত সেকান্দার আলী সর্দারের ছেলে। আটককৃতকে পরে ময়মনসিংহ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, সাম্প্রতিক কয়েক দিনে গফরগাঁও পৌর শহরের বিভিন্ন স্থানে সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে বেশ কয়েকটি ফ্ল্যাট বাসায় দরজার তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোর চক্রটি অল্প সময়ের মধ্যে দ্রুত নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। চুরির ঘটনার পর বাসাবাড়ির সিসি টিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হলেও স্থানীয় লোকজন চোরদের চিনতে পারেননি। পুলিশ প্রশাসনও চোর ধরতে গলদঘর্ম অবস্থায় পড়ে।
আটক হিরো পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, চোর চক্রটি কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন বস্তিতে থাকে এবং সকালবেলা ট্রেনে-বাসে বিভিন্ন শহরে গিয়ে চুরি করে দিনে দিনে ফিরে আসেন।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, কয়েকটি চুরির ঘটনায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। আমাদের অব্যাহত তৎপরতায় এক চোরকে ধরা সম্ভব হয়েছে।