কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
সোমবার (১৪ জুন) উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইকতলী গ্রামের মানিক মিয়ার ছেলে মো. মামুন মিয়া (২১), একই এলাকার মো. তাজু মিয়ার ছেলে মো. সাত্তার মিয়া (১৯) ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চান্ডিবেড় দক্ষিণপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান বাবু (২৩)।
র্যাব-১৪ এর, কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান জানান, একটি চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে কেনাবেচা করছে। গোপনে খবর পেয়ে সোমবার সকাল ৯ টার দিকে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় দাড়িয়াকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ি থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় তিন মাদক ব্যবসায়ীকে।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।