1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ

জামালপুর পৌরসভায় ১৬ দিনের লকডাউন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জামালপুর পৌর এলাকায় ১৬ লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রোববার (১৩ জুন) রাতে এ বিষয়ে একটি গণ বিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌর এলাকায় সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় করোনা সংক্রমণ ঠেকাতে আগামী ৩০ জুন পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, জামালপুরে গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় গত এক সপ্তাহে ৫৫৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১০১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোকলেছুর রহমান বলেন, বিধিনিষেধ কার্যকর করতে জামালপুর সদর উপজেলায় তিনটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এছাড়াও প্রতিটি উপজেলায় ইউএনও ও এসি ল্যান্ড ভ্রাম্যমাণ আদালত পরিচালন করে করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে মাস্ক ব্যবহার ও সরকারি নির্দেশনা মেনে চলতে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত দুই হাজার ৩৬৫ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ১৮৫ জন ও মৃত্যুবরণ করেছেন ৩৬ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি