ময়মনসিংহ চেম্বারে মাস্ক ছাড়া বসে থাকায় দুই আইনজীবিকে জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দুই আইনজীবির দাবি তারা যোহরের নামাজ আদায় করে চেম্বারে নিরাপদ দুরত্বেই বসে ছিলেন। এ ঘটনায় জেলা আইনজীবি সমিতি আগামী সাতদিনের মধ্যে ভ্রাম্যমান আদালতের ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ময়মনসিংহ থেকে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে।
জানা যায়, গত বুধবার (৯ জুন) দুপুর ২টায় আইনজীবীদের চেম্বারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ নিকহাত আরা। এসময় দুপরে যোহরের নামাজ পড়ে দুজন আইনজীবি তাদের চেম্বারে অবস্থান নিয়ে তাদের ড্রেস পরিবর্তন করতে যান। এসময় উপস্থিত হন জেলা প্রশাসনের রেভিনিউ মুন্সীখানার সহকারি কমিশনার (ভি.পি শাখা) মোসাঃ নিকহাত আরা। এবং এসময় মাস্ক ছাড়া চেম্বারে অবস্থান করায় এ দুই আইনজীবির প্রত্যেককে একশত টাকা করে জরিমানা করেন তিনি।
এঘটনা জানাজানি হলে আইনজীবীদের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। তৎক্ষণাৎ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হককে আইনজীবি সমিতির নেতারা অবগত করেন এবং দ্রুত নীতিহীন এমন সিদ্ধান্ত নেয়ায় ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহবান করেন। কিন্তু দীর্ঘ ৪দিন অতিবাহিত হলেও কোন ব্যবস্থা না নেয়ায় আজ রোববার (১৩ জুন) দুপুরে আইনজীবি সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে কার্যকরী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনজীবীর চেম্বারে অনুমতিবিহীন প্রবেশ করে এখতিয়ার বহির্ভূত ও বেআইনীভাবে দুইজন আইনজীবীকে অর্থদণ্ড আরোপ করার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ নিকহাত আরাকে ৭দিনের মধ্যে ময়মনসিংহ থেকে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যথায় ৭দিন পর বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও সিদ্ধান্ত হয়।
এব্যাপারে ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি এ্যাড. এমদাদুল হক বলেন, একজন আইনজীবীর চেম্বারে বিনা অনুমতিতে প্রবেশ করে মাস্কের জন্য আইনজীবীকে জরিমানা করা, আর যাই হোক, বিচারক হওয়ার কোন যোগ্যতাই তার নাই। তিনি অনতিবিলম্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ নিকহাত আরাকে প্রত্যাহার করে বিচারঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরেয়ে আনতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আহবান জানিয়েছেন।
ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি এ্যাড. নজরুল ইসলাম চুন্নু বলেন, একজন আইনজীবির চেম্বারে প্রবেশ করে এভাবে জরিমানা করা এখতিয়ার বহির্ভূত। আশা করি, জেলা প্রশাসক আগামী সাতদিনের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ নিকহাত আরাকে প্রত্যাহার করবেন। আর তা যদি না হয় তবে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।
জেলা আইনজীবি সমিতির পক্ষ থেকে সোমবার লিখিত অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর দায়ের করা হবে।