কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মো. জামাল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে।
শনিবার (১২ জুন) রাতে উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের দক্ষিণ খামা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গাঁজাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. জামাল পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কাগারচর গ্রামের মৃত দুলু মিয়া ওরফে ফুলে নেওয়াজের ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম শনিবার (১২ জুন) রাত ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ খামা এলাকায় অভিযান চালায়। অভিযানে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. জামালকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।