টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ভুয়া পুলিশকে আটক করেছে। আজ শনিবার সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামাড়পাড়া ও চাঁনপুর থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- ভাওড়া ইউনিয়নের কামাড়পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে সুজন মিয়া (৩০) ও চাঁনপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে রাফি মিয়া (২৭)।
জানা যায়, আটককৃতরা নিজেদের পুলিশ অফিসার ও কনস্টেবল পরিচয় দিয়ে একই ইউনিয়নের মারিশানপাড়া গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির দিনমজুরের কাছ থেকে টাকা আদায় করে। খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজ শনিবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করে।
স্থানীয়রা অভিযোগ করেন, আটককৃতরা গত ২৬ মে রাতে মারিশনপাড়া গ্রামের মো. কদ্দুছ মিয়ার বাড়ির ধানকাটা এক শ্রমিককে পুলিশ পরিচয় দিয়ে ধরে নিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে তিন হাজার টাকা দিয়ে তিনি ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসে। ফিরে এসে বাড়ির মালিকসহ লোকজনকে ঘটনাটি জানান।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজ জানান, কেউ অভিযোগ করেননি। লোকমুখে জেনে তাদের আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।